বিলাল মাহিনী, যশোর॥ জাতীয় শিক্ষা সপ্তাহ’২০২৩-এ মাধ্যমিক স্তরে (মাদ্রাসা) যশোর জেলার অভয়নগর উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত ড. মু. আমিনুল ইসলাম।
উল্লেখ্য, ড. আমিন অভয়নগর উপজেলার ঐতহ্যবাহী গাজীপুর রউফিয়া কামিল মাদরাসার সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ইতোপূর্বেও দুইবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন।
ড. আমিন বিভিন্ন জাতীয় ও স্থানীয় প্রিন্ট এবং অনলাইন দৈনিকে লেখেন। তিনি অভয়নগর থেকে প্রকাশিত 'ভৈরব' সাহিত্য পত্রিকার সহ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি রাড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.