ভারত থেকে মনোয়ার ইমাম॥ এ যেন ভাতৃদ্বয় বন্ধনের অন্যান্য স্হাপন করলেন অসমের লালি বাড়ি জেলার কালাকুচি গ্রামের তিনটি হিন্দু পরিবারে মানুষ। এই জেলার লালি বাড়িতে দীর্ঘদিন ধরে সনাতন ধর্মের মানুষের সাথে মুসলিম ধর্মীয় মানুষের বসবাস । তাদের সাথে সামাজিক আচার অনুষ্ঠান সবাই ভাগ করে নেয় দুটি সম্প্রদায়ের মানুষ।
এই গ্রামের মসজিদ ছিল ছোট আকারের। এই গ্রামের আশিটি পরিবারের মানুষ মুসলিম এবং তিরিশ টি পরিবার হিন্দু। এই হিন্দু সম্প্রদায়ের মানুষের দেওয়া জমিতে মসজিদ নির্মাণ করেন মুসলিম সমাজের মানুষের লোকজন।
ইদানীং মসজিদের মুসলিম নামাজির লোক বাড়তে থাকে। তাই যায়গা ছোট হয়ে যায়। এই অবস্থা দেখে এই গ্রামের হিন্দু পরিবারে তিন জন জমির মালিক এগিয়ে আসে। এদের মধ্যে পুবিন ডেকা, পরেশ ডেকা এবং রাজু ডেকা তাদের সম্পত্তি থেকে আরো এক কাটা নয় ছটাক যায়গা দিয়ে দেয় মুসলিম সম্প্রদায়ের মানুষের জন্য। সেই জমিতে মসজিদ নির্মাণ করা হয়েছে বলে জানান মসজিদ নির্মাণ কমিটির সভাপতি পুরু উদ্দিন আহমেদ।
তিনি বলেন দীর্ঘদিন ধরেই তাদের দেওয়া জমিতে মসজিদ নির্মাণ করা ছিল। তাই আরো কিছু জায়গার দরকার পড়ে ছিল। এই অবস্থা দেখে এগিয়ে আসে এই সনাতন ধর্মের অনুসারীরা। আজ মসজিদের জমি দিয়ে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে নিবীড় বন্ধনে আবদ্ধ করলেন কালাকুচি গ্রামের দুই সম্প্রদায়ের মানুষ যা ভারতের কেন সারা বিশ্বে র কাছে দৃষ্টান্ত স্থাপন করবে এটি বলার অপেক্ষা করে না।।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.