ডিমলা, নীলফামারী প্রতিনিধি : আজ ২৯শে ডিসেম্বর এইদিনে নীলফামারী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক ইত্তেফাক, ডেইলি নিউনেশনের নীলফামারী জেলা প্রতিনিধি এবং দৈনিক নীলফামারী বার্তা এর সম্পাদক ও প্রকাশক ফজলুর রহমান ২০০৮ সালে কলকাতার সুবাস বোস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।
অপর দিকে রংপুরের চারন সাংবাদিক ১৯৯৭ সালে মরোনাত্তর একুশে পদক প্রাপ্ত সাংবাদিক মোনাজাত উদ্দিন ১৯৯৫ ইং সালের এই দিনে সংবাদ সংগ্রহ করাকালীন গাইবান্ধার ফুলছড়ি ঘাটে লঞ্চ থেকে পড়ে গিয়ে মৃত্যু বরন করেন।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.