মোঃ আনোয়ার হোসেন : বাংলাদেশের অনলাইন পোর্টাল গুলোর মধ্যে বাংলাদেশ সকাল একটি অন্যতম। পাঠক প্রিয় বাংলা অনলাইন 'বাংলাদেশ সকালে'র সম্পাদক মীর দিনার হোসেন। তিনি পোর্টালের সহিত জড়িত সকল সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীদের এক বার্তায় ধন্যবাদ জানিয়েছেন।
বাংলাদেশ সকাল অনলাইন নিউজ পোর্টালটি 'বাংলাদেশ সকালের সাথে থাকুন, বদলে যাওয়া বাংলাদেশ দেখুন' স্লোগান নিয়ে গত ৩ বৎসর পুর্বে আত্মপ্রকাশ করে করে। সম্পাদক মীর দিনারের নেতৃত্বে পোর্টালটি অতি যত্নের সাথে বড় হতে থাকে। আজ ২৫জুন এক-দুই তিন বৎসরে পদার্পণ করেছে বাংলাদেশ সকাল নিউজ পোর্টালটি।
এক ঝাঁক নবীন ও প্রবীণের মিশেলে গড়া বাংলাদেশ সকালের দক্ষ কর্মীগণ পোর্টালটিকে অন্যান্য মাত্রায় নিতে সক্ষম হয়েছেন, মনে করেন পাঠককূল।
দিনে দিনে ফেইসবুক পেইজে পোর্টালটি জনমানুষের অন্তরে স্হান করে নেয়। পোর্টালটির দীর্ঘায়ু কামনা করেছে পোর্টালটির সহিত জড়িত সন্মানিত ভিউয়ারগন।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.