মোঃ আবদুল আলিম,পটুয়াখালী জেলা প্রতিনিধি॥পটুয়াখালী সদর উপজেলাধীন ২ নং সদস্যদের দেয়া অনাস্থা প্রস্তাবে পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য ঘোষনা করা হয়েছে।
গত ২০২১ইং সালের শেষের দিকে উক্ত বদরপুর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং উক্ত নির্বাচনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। এদের মধ্যে তানজিন নাহার সোনিয়া নৌকা প্রতিক নিয়ে লাড়াই করে বিজয়ী হয়েছিলেন।
উল্লেখ্য যে, তানজিন নাহার সোনিয়া হচ্ছেন সাবেক সংসদ সদস্য মরহুম হাবীবুর রহমানের কনিষ্ঠ কন্যা।
মরহুম হাবিবুর রহমান ছিলেন সর্বজন শ্রদ্ধেয় একজন সাদা মনের মানুষ এবং বাংলাদেশ আওয়ামীলীগের মনোনিত সফল সাংসদ।
পিতা সাবেক সাংসদ হওয়ায় বাংলাদশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যলয় থেকে তার কন্যাকে দলীয় মনোনয়ন প্রদান করেন। পিতার সুনামকে পুঁজি করে ভোটের যুদ্ধে সকল প্রার্থীকে হটিয়ে তিনি বিজয়ী হন।
জানা যায়, চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই আচার আচরন ও কাজ কর্মে তিনি বার বার ব্যর্থতার পরিচয় দিয়ে আসছিলেন। পরিষদের সদস্য থেকে শুরু করে সাধারন জনগন, সকলের কাছেই তিনি অযোগ্য চেয়ারম্যান হিসেবে পরিগনিত হতে থাকে।
এক পর্যায়ে স্থানীয় সরকার(ইউনিয়ন পরিষদ) আইন২০০৯ এর ৩৯ ধারা বলে উক্ত বদরপুর ইউনিয়ন পরিষদের ১১ জন সদস্য সম্মিলিত ভাবে চেয়ার ম্যান সোনিয়ার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও অপরাধের অভিযোগে অনাস্থা প্রস্তাব আনয়ন করেন।
অভিযোগ সমূহের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম বন্ধ রাখা, আদায় কৃত ট্যাক্সের টাকা আদায় রেজিষ্টার ও ক্যাশ বইয়ের সাথে মিল না থাকা, গ্রাম আদালতের কার্যক্রম বন্ধ রাখা, ডিজিটাল সেন্টারের কার্যক্রম বন্ধ রাখা, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের সাথে চরম দুর্ব্যবহার, সচিবকে কাজ করতে না দেয়া ইত্যাদি।
সদস্যগনের অনাস্থা প্রস্তাবের কারন, আনিত অভিযোগ সমূহ খতিয়ে দেখার জন্য পটুয়াখালী জেলার সুযোগ্য জেলা প্রসাশক একটি তদন্ত কমিটি গঠন করেন এবং পটুয়াখালী সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাকে একটি বিশষ আলোচনা সভা ডাকার নির্দেশ প্রদান করেন।
নির্দেশনা অনুযায়ী ডাকা উক্ত আলোচনা সভায় অনাস্থা আনায়নকারী সদস্য গন তাদের প্রস্তাবের পক্ষে যুক্তি তর্ক উপস্থাপনের মাধ্যমে তদের অনাস্থা প্রস্তাবে অনড় থাকেন এবং গঠিত তদন্ত কমিটি সরেজমিনে তদন্ত করে চেয়াম্যান সোনিয়ার বিরুদ্ধে আনিত সকল অভিযোগের সত্যতা প্রমান পায়। যার ফলোশ্রুতিতে জেলা প্রসাশক মহোদয় তদন্ত প্রতিবেদন সহ উক্ত অনাস্থা প্রস্তাবটি প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের জন্য অনুরোধ পূর্বক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ে প্রেরন করেন।
স্থানীয় সরকার মন্ত্রনালয় উক্ত অনাস্থা প্রস্তাব ও তদন্ত প্রতিবেদন যাচাই বাছাই শেষে গতকাল ১৬/০২/২০২৩ তারিখে সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান (স্থানীয় সরকার মন্ত্রনালয়)এর স্বাক্ষরিত এক গেজেটের মাধ্যমে( যার স্মারক নং-৪৬.০০.৭৮০০.০১৭.২৭.০০২.২০২০-১১৫) স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন২০০৯এর ৩৯(১৩) ধারার বিধান অনুযায়ী অনাস্থা প্রস্তাবটি অনুমোদন করেন এবং একই আইনের ৩৫(১)(চ) ধারা অনুযায়ী বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তানজিন নাহার সোনিয়ার পদটি শুন্য ঘোষনা করেন এবং একই চিঠিতে পটুয়াখালী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তাকে উক্ত পদটি শুন্য হওয়ার ঘোষনা সংক্রান্ত গেজেটি জারির ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ প্রদান করেন।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.