বাংলাদেশ সকাল ডেস্ক : ২৬ নভেম্বর আল-জাজিরার দুদে সাংবাদিক জুলকারনাইণ সায়ের তার ভেরিফায়িড ফেসবুক পোষ্টে একুশে টিভির সাংবাদিক ইলিয়াসকে নিয়ে বলেন, এইসব জিনিষ নিয়া কথা বলতে পছন্দ করিনা কিন্তু বলতে হইতেছে। সাংবাদিক জুলকারনাইণ সায়ের তার ফেসবুক পোষ্টে লেখেন-
এইসব জিনিষ নিয়া কথা বলতে পছন্দ করিনা, কিন্তু বলতে হইতেছে। ইলিয়াস লোকটারে আমি সাংবাদিক হিসেবে গন্য করিনা, ও একটা ক্লিক বেইট ক্যারেকটার ছাড়া আর কিছুই না। আর ওর সাথে আমারে মিলাইলে আপনি একটা বেকুব ছাড়া আর কিছুই না। ওর কলমের কোন শক্তি নাই। আছে একটা ইউটিউব চ্যানেল আর ওইটাই তার সম্বল। জীবনেও কোন আন্তর্জাতিক মানের সংবাদ মাধ্যম তো দূর, দেশীয় কোন পত্রিকাতেও সে কাজ করে নাই। এই স্ট্যাটাস দেইখ্যা সে জ্বলে পুঁড়বে, বহু খিস্তি আওড়াবে আমারে নিয়া। কিন্তু এতে আমার গুপ্তকেশটাও বাঁকা হবেনা। এই ধরনের ভিউবাজ, বিপদজনক লোক আমার দেশের গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত বিজয় নষ্ট করবে, সেটা অন্তত আমি কিছুতেই হতে দিবোনা। হাজার-হাজার মানুষ এসব ফটকামি দেখার জন্যে জীবন দেয় নাই।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.