মোঃ শাকিল হাসান: বাংলাদেশের বৃহত্তম নির্বাচন পর্যবেক্ষণ সংগঠন ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান ও দক্ষিণ এশিয়ার বৃহত্তম মানবাধিকার সংস্থা সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী আগামী ২০ জুন, ২০২৪ পনের দিনের সফরে যুক্তরাজ্য ও তুরস্ক যাচ্ছেন। ২০ জুন হতে ২৮ জুন তিনি তুরস্কে অবস্থান করবেন।
অবস্থানকালে তুরস্কের মানবাধিকার কমিশন ও নির্বাচন কমিশন তুর্কিসহ সে দেশের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং ২৮ জুন হতে ৫ জুলাই তিনি যুক্তরাজ্য অবস্থান করবেন।
তিনি যুক্তরাজ্য অবস্থানকালে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন ২০২৪ পর্যবেক্ষণ এবং যুক্তরাজ্য মানবাধিকার কমিশন, নির্বাচন কমিশন, কমনওয়েলথ এসোসিয়েশন, আফ্রিকা হাউজ লন্ডনসহ দুদেশের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাতের কর্মসূচি রয়েছে। তিনি আগামী ৫ জুলাই ঢাকার উদ্দেশ্যে যুক্তরাজ্য ত্যাগ করবেন।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.