এম আবু হেনা সাগর, ঈদগাঁও: কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ৫টি ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে আইন শৃঙ্খলা বিষয়ক সভায় জেলা প্রশাসক মুহম্মদ শাহিন ইমরান বলেছেন, দীর্ঘ আট বছর পর ঈদগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়নের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্ন করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক থাকবে।
তিনি ১৯ এপ্রিল (শুক্রবার) সকাল ১১টার এক আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
ইউনিয়ন পরিষদ সমূহের সাধারণ নির্বাচন ২০২৪ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে এই সভার আয়োজন করেছেন উপজেলা নির্বাচন অফিস, ঈদগাঁও। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় হল রুমে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম ও জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ নাজিম উদ্দিন। ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমার সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা, রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির, এস, এম, মহি উদ্দিন, জেলা নির্বাচন অফিসের কর্মকর্তা মায়নুল হকসহ পাঁচটি ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ আসনের প্রার্থীসহ গণমাধ্যমকর্মীরা।
পুলিশ সুপার বলেন, ভোটারদেরকে কেউ কোন ধরনের ভয়ভীতি দেখাতে পারবেনা। আচরণ বিধির পরিপন্থী কেউ কিছু করলেই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.