এম আবু হেনা সাগর,ঈদগাঁও॥ ঈদগাঁওতে আমন মৌসুমে প্রয়োজনীয় সেচের পানি পাচ্ছেনা কৃষকরা। পানির অভাবে চাষাবাদের জমি ফেটে চৌচির হয়ে যাচ্ছে। যে খালের পানি দিয়ে এলাকার হাজার হাজার হেক্টর জমি চাষাবাদ হয়, সে খাল এখন দখল ও দূষণে জর্জরিত। স্থানীয় দখলবাজরা খালের উভয় পাড়ে একের পর এক দখলের রাজত্ব কায়েম করছে। প্রতিযোগিতামূলক দখলবাজির কারণে খালে পর্যাপ্ত পানির অভাব পড়েছে। ভর মৌসুমে কৃষকরা খালে পানি না পেয়ে হাহাকার করছে। এককালের খরস্রোতা এই খালটি এখন মৃত প্রায়।
ভুক্তভোগী কৃষকরা জানান, দখলদার থেকে এ খালটিকে বাঁচানো গেলে এরই পানি দিয়ে এলাকার শত শত কৃষক উপকৃত হবেন। কৃষক দের বাঁচানোর স্বার্থে খালটিকে পুনর্জীবিত করা জরুরী হয়ে পড়েছে।
এদিকে রাবারড্যাম দিয়ে খাল থেকে সেচ সুবিধা না পাওয়ায় জালালাবাদ ও চৌফলদন্ডীর বিস্তীর্ণ ধান্য জমি পানির জন্য হাহাকার করছে। স্থানীয় পালাকাটা বটতলী পাড়া,ফরাজী পাড়া,লরাবাগ, ধমকাবিলসহ সংলগ্ন এলাকার হাজার হাজার হেক্টর জমির চাষাবাদ হয়ে উঠেছে।
এতে ভবিষ্যতে খাদ্য নিরাপত্তা চরম ঝুঁকির মধ্যে পড়ার আশঙ্কায় সংশ্লিষ্ট কৃষক পরিবারগুলো।
উপায়ান্তর না দেখে গতকাল ক্ষতিগ্রস্ত কৃষক পরিবার ও স্থানীয়দের উদ্যোগে বৃষ্টি কামনায় ইস্তেজকার নামাজের আয়োজন করা হয়। স্থানীয় ধমকা বিলে আয়োজিত এই নামাজে বৃষ্টির জন্য দোয়া- প্রার্থনা অনুষ্ঠিত হয়। হাজার হাজার এলাকাবাসী ও মুসল্লিদের অংশগ্রহণে আয়োজিত এ নামাজ শেষে বৃষ্টির জন্য মহান আল্লাহর কাছে ক্ষমা সহ দোয়া-প্রার্থনা করা হয়।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.