স্টাফ রিপোর্টার, ঈদগাঁও : কক্সবাজারের ঈদগাঁও উপজেলাধীন ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরীকে অপসারণ করা হয়। ক্ষমতা হারিয়ে তাঁরই স্থলে ভারপ্রাপ্তে প্যানেল চেয়ারম্যান।
এক প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী নিয়মিত পরিষদে অনুপস্থিত থাকায় জনগণের নাগরিক সুবিধা প্রাপ্তি এবং বিদ্যমান অসুবিধা দূরীকরণে লক্ষ্যে ০৫.২০.২২৩২,০০০,০০,০০০,২৪-৭৯২ ২০২৪সালে ২৬ ডিসেম্বর স্মারক মূলে উপজেলা নির্বাহী অফিসার,ঈদগাঁও,কক্সবাজার প্রতিবেদন প্রেরণ করেন।
এমতাবস্থায়,উদ্ভুত পরিস্থিতিতে ইউনিয়ন পরিষদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা এবং জনসেবা অব্যাহত রাখার স্বার্থে উল্লেখিত পরিপত্রে ২নং অনুচ্ছেদের নির্দেশনা মোতাবেক ঈদগাঁও উপজেলাধীন ঈদগাঁও ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য নিম্নবর্ণিত প্যানেল চেয়ারম্যান ১ ও পরিষদের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: আবদুল হাকিমের অনূকূল আর্থিকও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হলো।
চলতি বছরের ৯ই জানুয়ারী কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন স্বাক্ষরিত এমন তথ্য পাওয়া যায়।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.