স্টাফ রিপোর্টার, ঈদগাঁও (কক্সবাজার) : কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুরে মধ্যম নাপিতখালীতে ট্রেনে কাটা পড়ে এক জনের মৃত্যু হয়। ২২ নভেম্বর শুক্রবার সকাল ৮ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ইসলামপুর ইউনিয়নে ৪ নং ওয়ার্ড গ্রাম পুলিশ সদস্য লাল মিয়া জানান, নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৫০-৫৫ বছর। তার পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি লবণ মাঠের শ্রমিক।
লাল মিয়া আরো বলেন, ঐ ব্যক্তি রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।
তিনি আরো জানায়, ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেনের মাধ্যমে আমরা খবর পাই। মধ্যম নাপিতখালী রেললাইনে পাশে ট্রেনে কাটা পড়া ব্যক্তির মরদেহ পড়ে আছে। ঘটনাস্থলে এসে দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়া হয়। নিহত অজ্ঞাত ব্যক্তির মস্তক শরীর থেকে বিচ্ছিন্ন হয়েছে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার এক্সপ্রেসের মাস্টার বারবার হুইসেল বাজিয়েছিলেন। কিন্তু রেললাইনে হাঁটতে থাকা ঐ ব্যক্তি কাটা পড়ে মারা যান।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.