রফিকুল ইসলাম আইমন : কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির অভিযান পরিচালনা করে ০২টি টিপ ছুরি ও ছিনতাই কাজে ব্যবহৃত ৭টি মোবাইল সহ মোট সাতজন ছিনতাইকারী গ্রেফতার করেছে।
জানা যায়, আজ মঙ্গলবার ১৮/০৩/২০২৪ তারিখ রাত আনুমানিক ০৯:৪৫ ঘটিকার সময় কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জনাব আলমগীর হোসেন শাহ্ এর নেতৃত্বে কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির একটি চৌকষ টিম কক্সবাজার পৌরসভাস্থ খুরুশকুল এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতারকৃত আসামী ১। মোঃ এবাইদুল্লাহ্ (১৭), পিতা- ফরিদুল আহমেদ, ২। রমজান আলী (২৪), পিতা- জাফর আলম, উভয় সাং-ছনখোলা মাঝেরপাড়া, ইউপি- পিএমখালী, ৩। তাহের (১৯), পিতা-ইউসুফ, সাং-ইউসুলেরগুনা, পাহাড়তলী, ৪। মোঃ আসিফ, পিতা- নুরুল আবছার, সাং— ছনখোলা পশ্চিমপাড়া, ইউপি- পিএমখালী, ৫ । মোঃ কেফায়েতুল্লাহ (২৪),পিতা- আব্দুর রহমান, সাং- ছনখোলা মাঝেরপাড়া, ইউপি- পিএমখালী ৬। আব্দুর রহিম (১৫), পিতা-মোঃ সুলতান, সাং- ছনখোলা, ইউনুসঘোনা, পিএমখালী, ৭। রানা (২১), পিতা-দুদু মিয়া, সাং- চেড়াংঘড় বাজার, পিএমখালী, জেলা- কক্সবাজার’গনের হেফাজত হতে ২টি টিপ ছুরি ও ছিনতাই কাজে ব্যবহৃত ৭টি মোবাইল সহ উপস্থিত স্থানীয় প্রত্যেক্ষদর্শী ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়েছে বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জনাব আলমগীর হোসেন শাহ।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.