মোঃ শাহাব উদ্দিন আহমেদ শিহাব: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রাজকান্দি বন রেঞ্জের বাগান মালি ফরিদের দাপটে অতিষ্ট হয়ে উঠেছে সাধারণ নাগরিকরা।
জানাযায়,কমলগঞ্জ রাজকান্দি বন রেঞ্জে ২০১৪ সালে যোগদান করেন মালি পদে ফরিদ মিয়া। দীর্ঘ দিন একই এলাকায় অবস্থান করছেন। একই এলাকায় থাকার কারনে উপজেলার প্রত্যন্ত অঞ্চল তার নখ দর্পনে। তাই স্থানীয় কাঠ ও বাঁশ চোরা কারবারীদের সাথে তার গড়ে উঠেছে বিশেষ সখ্যতা। তিনি মালি পদে চাকুরী করলেও যেন রেঞ্জ অফিসের সকল দায়িত্ব পালন করেন।
অভিযোগ রয়েছে, চোরাকারবারীদের কাছে তিনি এসি এফ এর কাছের লোক বলে পরিচয় দেন। এসিএফের নাম ব্যবহার করে নিয়মিত অর্থের বিনিময়ে চোরাকারবারীদের কাঠ ও বাঁশ এর গাড়ী পাচারে সহযোগিতা করে আসছেন। এছাড়া যারা তাকে অর্থ দিতে অপারগতা প্রকাশ করেন,রেঞ্জ অফিসের কর্তাদের নিয়ে তাদের মাল আটক করেন। এছাড়া স্থানীয় “স” মিল গুলোতে নিয়মিত যোগাযোগ রক্ষা করে অবৈধ চোরাই কাঠ চিড়াইয়ে সহযোগিতা করে থাকেন। এদিকে স্থানীয় নাগরিকরা বাড়ীর নিত্য কাজের জন্য মুলিবাঁশ,জাইবাঁশ,ঠুকরী,ঝাঁকা আদমপুর ও ভানুগাছ বাজারের নিয়মিত বিক্রি করলে ও সেখানে মাসোহারা আনার কারনে কোন অভিযান না করলে ও নাগরিকরা ক্রয় করে বাড়ীতে আনার পথে পথিমধ্যে গতিরোধ করে মাল আটক ও মামলা দেয়ার ভয় দেখিয়ে অর্থ আদায় করেন। কমলগঞ্জ পৌর এলাকার বাসিন্দা আজিদ ,রাসেল ও নুরুল ইসলাম অভিযোগ করে বলেন, তারা বাড়ীর কাজের জন্য আদমপুর বাজার থেকে বাঁশ ও ঝাঁকা আনলে পথে আটকিয়ে অর্থ আদায় করে থাকেন।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.