আবু বকর ছিদ্দিক রনি, বিশেষ প্রতিনিধি: কলারোয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ইটভাঙা মেশিন উল্টে শার্শার এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।
বুধবার(২২ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার খাদ্য গুদামের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিক সাবুর আলী (৩৫) শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের দাউদখালী গ্রামের নুর মোহাম্মাদের ছেলে ও আহত ওবাইদুর পাশ্ববর্তী রুদ্রপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শার্শার কায়বা এলাকা থেকে ইটভাঙতে ইটভাঙ্গার মেশিন নিয়ে কলারোয়া উকাপুর গ্রামে যাচ্ছিলো। পথিমধ্যে খাদ্যগুদামের সামনে পৌছালে সাইড সড়ক থেকে একটি শিশু সাইকেল চালিয়ে সড়কে উঠলে তাকে বাঁচাতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়।এসময় ইটভাঙা মেশিনে চাপা পড়ে ঘটনাস্থলে সাবুর আলী মারা যায়। অপরদিকে আহত ওবাইদুরকে স্থানীরা উদ্ধার করে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে তিনি জানান।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.