রতন দে, মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু`পক্ষের সংঘর্ষে বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য আক্তার শিকদার তার ছেলে মারুফ সিকদার ও সিরাজুল মৃধা নামে একলোক নিহত হয়েছে। আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ও ইউপি সদস্য আক্তার শিকদারের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ ছিল। এর জেরে আজ উভয় পক্ষের সংঘর্ষ ঘটে। এ সময় আক্তার শিকদার ও তার ছেলে মারুফ সিকদার ও সিরাজুল মৃধা নামে একলোক-কে কুপিয়ে হত্যা করেছে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের সমর্থকরা। বেশকিছু ককটেল বিস্ফোরণ হয়েছে। উভয়পক্ষের সংঘর্ষে ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন। পরে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আহতদের উদ্ধার করে মাদারীপুর ও শরীয়তপুরের বিভিন্ন হাসপাতাল-ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.