রতন দে,মাদারীপুর প্রতিনিধি : প্রবাসীর স্ত্রীর পরকীয়ার ঘটনা বাধা দেয়ার জের ধরে মাদারীপুরের কালকিনিতে প্রতিপক্ষের হামলায় শ্রমিকসহ ৩ জন আহত হয়েছে। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ করেছে ভুক্তভোগী।
আহতরা হলেন উপজেলার রমজানপুর এলাকার উত্তর রমজানপুর গ্রামের আখতার বেপারী ছেলে ঈমাম বেপারী(৪০), তার ভাতিজা তাহা বেপারী(২২) ও শুভ বেপারী(২১)। আজ মঙ্গলবার বিকালে ভুক্তভোগী পরিবার সুত্রে এতথ্য নিশ্চিত করা হয়েছে।
পুলিশ ও হাসপাতাল সুত্রে জানা গেছে, উপজেলার উত্তর রমজানপুর গ্রামের এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে একই এলাকার সুদকারবারী মাসুদ বেপারীর দীর্ঘদিন ধরে পরকীয়া চলে আসছে। সোমবার সকালে তাদের এ পরীকায় না করার জন্য বাধা দেয় মোঃ ঈমাম বেপারীসহ স্থানীয় লোকজনেরা। এতে ক্ষিপ্ত হয়ে মাসুদ বেপারীর নেতৃত্বে মাসুদ, হান্নান, মান্নান, কাইয়ুম, ময়রোম, ওবায়দুলসহ বেশ কয়েকজন মিলে প্রথমে ঈমাম বেপারীকে কুপিয়ে জখম করে। এসময় ঈমাম বেপারীর পুরুষঙ্গ কেটে গিয়ে গুরতর আহত হয়ে। হামলাকারীদের বাধা দিলে ঈমাম বেপারীর ভাতিজা তাহা বেপারী ও শুভ বেপারীকে দা দিয়ে কুপিয় আহত করে মাসুদ ও তার লোকজন। এ ঘটনায় ঈমাম বেপারী বাদী হয়ে কালকিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী ঈমাম বেপারী বলেন, প্রবাসীর স্ত্রীর সঙ্গে মাসুদ বেপারী দীর্ঘদিন ধরে পরকীয়া চালিয়ে যাচ্ছে। এ বিষটি আমাদের পুরো গ্রামের মানুষের মাঝে জানাজানি হয়ে যায়। মাসুদ আমাদের গ্রামটাকে নষ্ট করতেছে সুদের ব্যবসা ও পরকীয়া করে। আমি তাকে বারন করলে আমাকে দা দিয়ে কুপিয়ে আমার পুরুষঙ্গ কেটে ফেলেছে। আমাদের ভাতিজাদের কুপিয়ে আহত করেছে। আমি মাসুদের বিচার চাই।
অভিযুক্ত মাসুদ বেপারী বলেন, আমাকেও ঈমাম বেপারী মারধর করেছে।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি সোহেলা রানা জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.