মোঃ হাচিবুর রহমান, কালিয়া : নড়াইলের কালিয়া উপজেলা সাব-রেজিষ্ট্রার তন্বি বৈদ্যের নিয়মিত বদলী জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ৮ অক্টোবর দুপুরে উপজেলা সাব-রেজিষ্ট্রার অফিস মিলনায়তনে নকলনবিশ ও দলিল লেখক সমিতির আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
দলিল লেখক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম ভূঁইয়া এবং সাংগঠনিক সম্পাদক কাজী শরিফুল ইসলামের সঞ্চালনায় ও প্রধান অফিস সহকারী হোসনেয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, অফিস স্টাফ মনোয়ারা খানম, মঞ্জুরুল হোসেন, জামাল হোসেনসহ দলিল লেখক সমিতির সদস্যবৃন্দ। এ সময় বক্তারা বিদায়ী সাব রেজিস্ট্রারের কর্মকালীন সময়ে তাঁর দেশ প্রেম, দক্ষতা, অফিস কার্য পরিচালনা, সুনিপুন ব্যবস্থাপনার উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন।
বিদায়ী সংবর্ধিত সাব রেজিস্ট্রার তন্বি বৈদ্য বলেন, কর্মকালীন সময়ে আমি সর্বোচ্চ আন্তরিকতার সাথে অফিসের পক্ষ থেকে মানুষকে সেবা প্রদানের চেষ্টা করেছি। অফিসের সকলকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন, দলিল লেখক সমিতির সকল সদস্যের কথা আমি আজীবন মনে রাখবো। সবার সহযোগিতা ও ব্যবহারে আমি মুগ্ধ হয়েছি বলে মন্তব্য করেন।
অনুষ্ঠান শেষে বিদায়ী সাব-রেজিষ্ট্রারকে নকল নবীসদের পক্ষ থেকে একটি সম্মাননা স্মারক এবং দলিল লেখক সমিতির পক্ষ থেকে বিভিন্ন উপহার প্রদান করা হয়।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.