বিশেষ প্রতিনিধি : গাজীপুর মহানগরীর কাশিমপুরে মিতালি গ্রুপের একটি গার্মেন্টস কারখানার গুদামে আগুন লেগে পুড়ে গেছে বিপুল পরিমাণ মালামাল। শনিবার (১১জানুয়ারি) বিকেল তিনটার দিকে হাতিমারা- কাশিমপুর রোডের মোল্লা মার্কেট এলাকায় ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, বিকেল তিনটার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুরের মোল্লা মার্কেট এলাকার মিতালি গার্মেন্টসের গুদামের একপাশে আগুন দেখতে পেয়ে নিজস্ব ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে কাশিমপুর মডার্ন ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।
খবর পেয়ে কাশিমপুর ফায়ার সার্ভিসের ১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজে যোগ দেয়। ফায়ার সার্ভিসের প্রায় ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । কারখানা কর্তৃপক্ষ সূত্র জানায় আগুনে পুড়ে যায় গুদামের বিপুল পরিমান ফেব্রিকস। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান তাৎক্ষণিক নিরূপণ সম্ভব হয়নি।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.