মোঃ আশরাফুজ্জামান : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রামদিয়া বাজারে গোপালগঞ্জ জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সি আজ ১৭/১২/২০২৪ইং মঙ্গলবার বিকেল ৪ টার সময় অবৈধ পলিথিনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালতের অভিযানে রামদিয়া বাজারে মেসার্স অপু সাহা স্টোরের মালিক অপূর্ব সাহার নিকট থেকে ২৫৬ কেজি অবৈধ পলিথিন জব্দ ও চাউল বাজার জাতকরনে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর সংশোধিত ২০১০ এর ধারায় ২৫ হাজার টাকা জরিমান করেন। একই বাজারে পৃথক অভিযানে সাহা স্টোর এর মালিক জীবন সাহার নিকট থেকে ৩৩০ কেজি অবৈধ পলিথিন জব্দ করেন এবং তাকে ২০ টাকা জরিমানা করা হয়েছে। এতে মোট ৫৫৬ কেজি অবৈধ পলিথিন জব্দ ও নগদ ৪৫ হাজার টাকা জরিমানা হয়।
গোপালগঞ্জ জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সী অবৈধ পলিথিন ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হুঁশের দেন এবং অবৈধ পলিথিন ব্যবসায়ীদের বিরুদ্ধে ভবিষ্যতে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বস্ত করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা পাট কর্মকর্তা ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা সহ অত্র বাজারের সচেতন ব্যবসায়িকগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.