মোহাম্মদ আশরাফুদজ্জামান গোপালগঞ্জ॥ জেলার কাশিয়ানীতে যথাযোগ্য মর্যাদায় আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কাশিয়ানি উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যেগে রাত ১২টা এক মিনিটের সময় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠন শহীদ বেদীতে পূস্পন্তাবক প্রদান করে ভাষা শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করে।
কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসনের নেতৃত্বে প্রভাত ফেরী অনুষ্ঠিত হয়। প্রভাত ফেরীতে অংশ গ্রহণ করে কাশিয়ানি উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারি,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীসহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্ধ অংশ গ্রহণ করে।
এছাড়া আলোচনা সভা দোয়া ও মিলাদ, শিশুদের জন্য ছিলো সুন্দর হাতের লেখা ও চিত্রাংকন প্রতিযোগীতা ও কবিতা আবৃত্তি।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.