মোঃ আশরাফুজ্জামান, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি : বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতি কাশিয়ানী উপজেলা শাখার নির্বাচন গতকাল সকাল ৯ টার সময় ১নং পোনার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।উক্ত নির্বাচনে সভাপতি কামরুল হাসান,সাধারন সম্পাদক কিশোর কুমার মৈত্র এবং সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মামুনুর রশিদ নির্বাচিত হয়েছেন।
সভাপতি পদে তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করে এর মধ্যে কামরুল হাসান ৭৩ ভোট পেয়ে সভাপতি ও কিশোর কুমার মৈত্র ৮১ ভোট পেয়ে সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।সাংগঠনিক সম্পাদক মুঃ মামুনুর রশীদ ৮৬ ভোট পেয়ে, মহিলা বিষয়ক সম্পাদক আঞ্জুমান আরা ৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সকাল থেকে নির্বাচন চলাকলীন সময় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে উপজেলার ১৭১টি প্রাথমিক বিদ্যালয়ের ১২৮ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করে।এ নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করে মফিজুর রহমান।৫নং জয়নগর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক হারুনরশিদ ( হিরু মাষ্টারের) সুযোগ্য সন্তান বর্তমান প্রধান শিক্ষক মুঃ মামুনুর রশিদ বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কাশিয়ানী উপজেলা শাখার সংগঠনিক সম্পাদক নির্বাচিত।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.