মোঃ আশরাফুজজামান : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মাদ আলী খোকনকে গ্রেফতার করেছে গোপালগঞ্জ জেলা ওকাশিয়ানী থানা পুলিশের একটি চৌকস দল।
আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে উপজেলা সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউদ্দিন খান।
মোহাম্মাদ আলী খোকন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। গত ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে চেয়ারম্যান নির্বাচিত হন।
ওসি জানান, ইউপি চেয়ারম্যানকে গোপালগঞ্জের ঘোনাপাড়ায় বিএনপি নেতা দিদার হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেন।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.