ওসমান হোসাইন, কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি॥ পশ্চিম পটিয়া কুসুমপুরা ইউনিয়নের ২নং ওয়াড় চাপড়া তালতলা সংলগ্ন মমতাজ ডেইরী ফার্ম থেকে ৩টি গরু চুরি হয়েছে।
রবিবার(৩০জুলাই) দিবাগত রাত আনুমানিক ২ ঘটিকায় অজ্ঞাত ব্যক্তি চোরেরা ৩টি গরু চুরি করে নিয়ে যায়। মমতাজ ডেইরী ফার্মের উদ্যোক্তা এম হোসাইন রানা এই বিষয়টি নিশ্চিত করেন।
তিনি আরও জানান, রবিবার দিবাগত রাতে বৃষ্টির মধ্যে বিদুৎ ছিল না যাহা কারনে সিসি ক্যামরা সংরক্ষণ করতে পারিনি চোরের গতিবিধি। বিগত ৫বছর মমতাজ ডেইরী ফার্ম সার্বিক নিরাপত্তা সঙ্গে ডেইরী ফার্ম পরিচালনা করে আসছি।
চোরের দল রাখালের ঘরের দরজা বাহির থেকে হুক দিয়ে আটকে দেয়। দীর্ঘ সময় বিদুৎ না থাকয় কাটাতারের ঘেরাও কেটে ৪টি গরু চুরি কে নিয়ে যায় কিন্তু ভাগ্যক্রমে ১টি গরু পালিয়ে গেলে বাকি ৩টি গরু চুরি করে নিয়ে যায় যা বাজার মূল্য ৭ লাখের অধিক বলে জানান।
গরু চুরির ঘটনার ভুক্তভোগী পটিয়া থানায় লিখত অভিযোগ করেন। সেই ব্যাপারে পটিয়া থানার অফিসার ইনর্চাজ প্রীটন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন,তিনি জানান অভিযোগ পেয়েছি পুলিশ গুরুত্ব সহকারে গরু চুরির ঘটনার তদন্ত কার্যক্রম চলছে বলে জানান।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.