পাইকগাছা (খুলনা) সংবাদদাতা : খুলনার পাইকগাছায় চন্দনা মন্ডল (২০) নামে তৃতীয় লিঙ্গের এক জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। সে হরিঢালী ইউনিয়নের গোলাবাটি এলাকার আশ্রায়ন প্রকল্পের বাসিন্দা ও কয়রা উপজেলার চান্নিরচক বউ বাজার এলাকার আনন্দ মন্ডলের সন্তান। শনিবার রাত আনুমানিক পৌনে ১০ টার দিকে নিজ ঘরে তার মৃত্যু হয়। তবে তার কী কারণে মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, চন্দনা ছাড়াও ওই প্রকল্পে তৃতীয় লিঙ্গের আরো ২ জন বাস করেন। মৃত্যের সহকর্মী জুঁই জানান, রাত ৯ টার দিকে বাজার থেকে বাসায় ফেরার পর চন্দনা বমি করতে থাকে। স্থানীয় গ্রাম্য ডাক্তার মাহামুদুল্লাহকে চিকিৎসার জন্য বাসায় ডেকে আনলে তার পালস না পাওয়ায় তিনি অন্যত্র নেওয়ার পরামর্শ দিয়ে চলে যান। এর কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়। তিনি আরও জানান,সে একটি ছেলের সাথে মোবাইলে কথা বলতো। এমনকি প্রায় আড়াই মাস আগে সে হারপিক পান করে অসুস্থ হয়ে পড়েছিল।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ সবজেল হোসেন জানান, তার মৃত্যুর কোন কারণ জানা যায়নি। থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.