উজ্জ্বল মন্ডল, দাকোপ (খুলনা)॥ দাকোপ থানার সুযোগ্য অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত খুলনা জেলার শ্রেষ্ঠ অফিসারের পুরষ্কার পেলেন।
খুলনা জেলার অধীনে দাকোপ থানা অক্টোবর মাসের হিসাব অনুযায়ী ২০২২ এর আইন শৃঙ্খলা ও অপরাধ দমনে বিশেষ ভূমিকা রাখা সহ সাহসীকতার চিত্র প্রকাশে বিশেষ সম্মাননা পেলেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জ্বল কুমার দত্ত।
জানা যায়, গত কাল রবিবার ইং ২০নভেম্বর খুলনা জেলা পুলিশ সুপার কার্যালয়ে সকাল ১১টায় আইন শৃঙ্খলা ও অপরাধ দমনে বিশেষ শ্রেষ্ঠত্ব পুরষ্কার বিতরনী সভার আয়োজন করা হয়। উক্ত পুরষ্কার বিতরনী সভায় দাকোপ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জ্বল কুমার দত্তকে খুলনা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (বি পিএম) শ্রদ্ধীয় জনাব মোহাম্মাদ মাহবুব হাসান সাহেব নিজ হাতে বিশেষ শ্রেষ্ঠত্ব পুরষ্কার তুলে দেন।
দাকোপ থানা অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত, একজন সৎ যোগ্য উদার মনের মানবিক পুলিশ অফিসার। তিনি সব সময় ন্যায়ের পক্ষে কথা বলেন। তিনি সততার সুর দিয়ে দাকোপ বাসিকে মুগ্ধ করে তুলেছেন। এবং তার যোগ দানের পর থেকে দাকোপের মানুষ শান্তি প্রিয় ভাবে বসবাস করছে।
দাকোপ থানা পুলিশ সুত্রে আরো জানা যায়, দাকোপ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জ্বল কুমার দত্তের নেতৃত্বে সর্বক্ষন দিন রাত জীবনের ঝুঁকি নিয়ে দাকোপের পুলিশ কাজ করছেন।
দাকোপ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জ্বল কুমার দত্ত অপরাধীদের বিরুদ্ধে সব সময় কঠোর ভূমিকায় অবতীর্ণ। তাছাড়া তিনি দাকোপ থানার সকল পুলিশ অফিসারদের নিয়ে আনন্দের সাথে নেতৃত্ব দিয়ে কাজ করছেন বলে জানা যায়।
দাকোপ বাসি সহ সুশীল সমাজের মানুষ দাকোপ থানা পুলিশকে অভিনন্দন জানিয়েছেন। এবং সাথে সাথে অফিসার উজ্জ্বল কুমার দত্ত স্যারের দীর্ঘ আয়ু কামনা করেন।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.