গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি :
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের মাঝে ৭টি হুইলচেয়ার ও ৩টি ট্রাইসাইকেল বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা এবং উপজেলা সমাজসেবা অফিসার মো: মোসাদ্দেকুর রহমান উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী,গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সমাজসেবা মন্ত্রণালয়ের অধীন প্রতিবন্ধী সেবা ও সহায়তা কেন্দ্রের উদ্যোগে এই বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.