সবুজ মিয়া, স্টাফ রিপোর্টার : রংপুরের গঙ্গাচড়া থানা এলাকায় জনগণের সাথে পুলিশের মেলবন্ধন সৃষ্টি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রংপুর পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন এর নির্দেশনায় এবং গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আল এমরান এর তত্ত্বাবধানে গতকাল বুধবার দীনব্যাপী ব্যাপক কর্মসূচির অংশ হিসেবে মডেল থানা এলাকার স্কুল, মাদ্রাসা, কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ১৩টি, পাশাপাশি হাটবাজার ও বিভিন্ন সামাজিক সংগঠনের কার্যালয়ে মোট ১৬টি, সর্বমোট ২৯টি আলোচনা সভা, উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভাগুলিতে চুরি প্রতিরোধ, মাদকদ্রব্যের অপব্যবহার ও কুফল, বাল্য বিবাহ প্রতিরোধ, মোবাইল ফোনের অপব্যবহার রোধ এবং নৈতিক শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। এদিনের অনুষ্ঠানে স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী এবং সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে পুলিশ ও জনগণের মধ্যে একত্রে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করা হয়। পুলিশ কর্মকর্তারা বলেন, জনগণের সহযোগিতার মাধ্যমেই সমাজে আইনশৃঙ্খলা বজায় রাখা সম্ভব।
এ ব্যাপারে মডেল থানার অফিসার ইনচার্জ আল ইমরান জানান, রংপুর পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় এবং গংগাচড়া থানার উদ্যোগে এ ধরনের সচেতনতা সৃষ্টির কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.