রংপুর ব্যুরো: রংপুরের গঙ্গাচড়ায় মাদক নির্মূল বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ ১৮ ডিসেম্বর (বুধবার) বিকালে উপজেলার মনাকষা এলাকায় স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন পেশাজীবি মানুষদের নিয়ে উন্মুক্তভাবে সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন, মডেল থানা ও সদর ইউনিয়ন পরিষদ-এর যৌথ উদ্যোগে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা। এছাড়া সভায় রংপুর সহকারী পুলিশ কমিশনার (এ সার্কেল), মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত), ইউনিয়ন পরিষদের সদস্য- সদস্যাবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরি করার উপর গুরুত্ব আরোপ করেন এবং মাদক নির্মূলের জন্য সমাজের সকল স্তরের মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানান। গঙ্গাচড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের সভা অব্যাহত রাখার এবং মাদকদ্রব্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দেওয়া হয়।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.