হাসিবুল ইসলাম, গাংনী(মেহেরপুর)॥ গাংনী পৌর মেয়র জননেতা আহাম্মেদ আলী গাংনী উপজেলার একমাত্র ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র ভাটপাড়া ডিসি ইকো পার্ক পরিদর্শন করলেন আজ। পরিদর্শন কালে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
ঐতিহ্যের কালজয়ী ভাটপাড়া নীল কুঠি বর্তমানে ভাটপাড়া ডিসি ইকো পার্কে ইতিহাস সমৃদ্ধ ও সংরক্ষণ প্রজন্মের সামনে ধরে রাখার জন্য সরকারের বিভিন্ন পদক্ষেপ প্রশংসনীয়। মেয়র পরিদর্শন কালে সবাই কে আমন্ত্রণ জানান বর্তমান ভাট পাড়া ডিসি ইকো পার্কে।
এখানে আরো উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ তহিদুল ইসলাম তৌহিদ,মেহেরপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হাবিব, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাকিবুল ইসলাম টুটুল , গাংনী উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান, গাংনী পৌর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আশিকুজ্জামান পিন্টু, বঙ্গবন্ধুর সৈনিক লীগের সাহারবাটি ইউনিয়ন শাখার সভাপতি মোঃ হাসিবুল ইসলাম আরো উপস্হিত ছিলেন বর্তমান ও সাবেক ছাত্রলীগের নেতা কর্মীরা।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.