বিশেষ প্রতিনিধি :
গাজীপুরের গাছা এলাকায় গাছা কলেজ মাঠে শুক্রবার বিকাল ৩ ঘটিকায় ই-সেবা কম্পিউটার ও প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে এবং গাছা প্রেসক্লাবের সার্বিক সহযোগিতায় ই-সেবা ফুটবল ম্যাচ ২০২৫ ফুটবল খেলার আয়োজন করা হয়।
উক্ত ফুটবল খেলায় এনআরবিসি ব্যাংক পিএলসি, বোর্ড বাজার শাখা বনাম টরমেন্টা স্পোটিং ক্লাব, ৩-৪ ব্যবধানে জয় লাভ করে।
গাছা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি জনাব আরিফ মৃধা ও টিটুস টিউটোরিয়াল এর পরিচালক টিটু কান্তি করের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত জনাব মোঃ শহিদুল ইসলাম ভাইস প্রেসিডেন্ট এন্ড জোনাল হেড, এনআরবিসি ব্যাংক পিএলসি, ঢাকা উত্তর। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আলী মো.রাশেদ অফিসার ইনচার্জ, গাছা থানা।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ গাউস আহম্মেদ ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড অব ব্রাঞ্চ, এনআরবিসি ব্যাংক পিএলসি, বোর্ড বাজার শাখা।
উক্ত আয়োজনের সভাপতিত্ব করেন জনাব মোঃ ইকবাল হোসাইন, যুব সংগঠক, উদ্যোক্তা ও প্রতিষ্টাতা, ই-সেবা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সিদ্দিকুর রহমান ডিজিএম, বোর্ড বাজার জোনাল অফিস, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১,জনাব আসাদুজ্জামান আসাদ সাবেক সভাপতি, গাছা থানা বিএনপি, ইঞ্জিনিয়ার ইদ্রিস খান সাবেক সাধারণ সম্পাদক, গাছা থানা বিএনপি, জনাব আলহাজ্ব মোঃ আমির আলী সভাপতি, গাছা প্রেস ক্লাব, জনাব মোঃ শফিক মির্জা সাবেক যুগ্ম আহবায়ক, গাছা থানা বিএনপি,জনাব মোঃ আব্দুল হামিদ খান সাধারণ সম্পাদক, গাছা প্রেস ক্লাব, জনাব এডঃ মোঃ জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন ইলেকট্রনিক্স এন্ড প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথি জনাব শহিদুল ইসলাম জানায়, খেলাধুলা হচ্ছে মনের খোরাক যোগায় এবং যুব সমাজকে মাদকের হাত থেকে দূরে সরানোর জন্য একমাত্র পরিপুরক হিসেবে কাজ করে। এ ধরনের সুন্দর মনোরম পরিবেশে খেলার আয়োজন করার জন্য ই-সেবা কম্পিউটার এবং গাছা প্রেস ক্লাবকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং দুই দলকে শুভেচ্ছা দুই দলকে শুভেচ্ছা জ্ঞাপন করেন।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.