সাবরিনা জাহান, বিশেষ প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে রেল ক্রসিংয়ে অটোরিকশা রক্ষা করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে এক চালকের জানা গেছে তার নাম সানি (২৮)আজ শুক্রবার (১৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-টঙ্গী-ভৈরব রেললাইনের কালীগঞ্জের বালীগাঁও মোড়লবাড়ি নামক স্থানে মারা যান তিনি।নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. শহিদুল্লাহ হিরু এ তথ্য নিশ্চিত করেছেন।
মারা যাওয়া অটোরিকশা চালক সানি কালীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ভাদার্ত্তী এলাকার আজিজুলের বাড়িতে ভাড়ায় থাকতেন।এ বিষয়ে এসআই শহিদুল্লাহ হিরু বলেন, ‘সানি অটোরিকশায় যাত্রী নিয়ে আজ দুপুর সাড়ে ১২টার দিকে বালীগাঁও মোড়লবাড়ি নামক স্থানের অরক্ষিত রেল ক্রসিং অতিক্রম করছিলেন। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ‘সুবর্ণ এক্সপ্রেস’ ট্রেন সেখানে চলে আসে। এসময় যাত্রীরা দ্রুত অটোরিকশা থেকে নেমে যান। সানি তার অটোরিকশা রেলক্রসিং থেকে সরানোর চেষ্টা করছিলেন। এ সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই সানি মারা যান। তার অটোরিকশাটি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায়।’
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.