ডেস্ক নিউজ :
গাজীপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
গাজীপুর জেলার পুলিশ সুপার চৌধুরী জাবের সাদেক জানান, শনিবার পৌনে সাতটার দিকে এই গোলাগুলির খবর জানতে পেরে ঘটনাস্থল থেকে আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি বলেন, গাজীপুরে শুক্রবারের হামলার প্রতিবাদে আন্দোলন করার সময় একটি গাড়ি থেকে তাকে লক্ষ্য করে গুলি করছে বলে শুনেছি।
হাতে গুলিবিদ্ধ ওই যুবকের নাম মোবাশশির হোসাইন বলে জানা গিয়েছে। তিনি গাজীপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সদস্য।
সম্পাদক : মীর দিনার হোসেন, মোবাইল : ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল, মোবাইল : ০১৭২৮-৭৭৫৯৯০। মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.