ইমাম হাছাইন পিন্টু নাটোর॥ গ্রীন হাউজ গ্যাস নিঃসরন কমানোর লক্ষে নাটোরের গুরুদাসপুরে সৌরবিদ্যুতায়িত ১৫০টি ৩০ওয়াড বিশিষ্ট সড়কবাতি স্থাপন শীর্ষক প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট পরিবেশ বন ও জলবায়ু মন্রানলয়ের অর্থায়নে এবং গুরুদাসপুর পৌরসভার বাস্তবায়নে রবিবার বেলা ১১ টায় পৌরসদরের তাড়াশিয়া পাড়া মহল্লায় ঐ সড়ককাতি স্থাপনের উদ্বোধন করেন পৌর মেয়র মোঃ শাহনেওয়াজ আলী মোল্লা ।
এসময় উপস্থিত ছিলেন পৌর প্রোকৌশলী মোঃ সেলিম রেজা, নাটোর জেলা পরিষদের সদস্য মেহেদি হাসান,পৌর কাউন্সিলর শেখ সবুজ,মোঃ রাশিদুল ইসলাম, ফজল আলী সাংবাদিকবৃনদ সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পৌরমেয়র শানেওয়াজ আলী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত দিয়ে তাড়াশিয়া পাড়া মহল্লায় এই প্রথম সড়কবাতি স্থাপন করা হলো ইতিপূর্ব ৭৫ ভাগ সড়ক আলোকিত হয়েছে। এই সোলার পেনেল এর মাধ্যমে ১০০ ভাগ এলাকায় আলোয় আলোকিত হলো।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.