মোঃ আশরাফুজ্জামান, গোপালগঞ্জ : গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন ঢাকা-খুলনা মহাসড়কের রাতুইল ইউনিয়নের ঘোনপাড়া বাস স্ট্যান্ড আজ ১১ জানুয়ারি সকাল অনুমান ১১:০০ টার সময় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ৭০ বছরের বৃদ্ধ এক নারীর মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান, গোপালগঞ্জ থেকে ঢাকা গামী একটি অজ্ঞাত মালবাহী ট্রাক পথচারী রহিমা বেগম(৭০) কে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত রহিমা বেগম ঘোনাপাড়া পূর্বপাড়া গ্রামের মৃত রফিক মোল্লা স্ত্রী।
ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি আবুল হাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ঢাকা -খুলনা মহাসড়কের ঘোনাপাড়া বাস স্ট্যান্ডের সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী ট্রাক চাপা দিয়ে দ্রুত বেগে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। কাশিয়ানী থানা পুলিশ ও ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্হিতি নিয়ন্ত্রণ আনেন। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক আছে। উক্ত বিষয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.