বিশেষ প্রতিনিধি॥ চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামীর থানা এলাকার আরেফিন নগর বাঁইশ কলোনীতে গাছ কাটতে বাঁধা দেওয়াকে কেন্দ্র করে আফরোজা আক্তার (৩১) এক নারীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তিন ব্যক্তির বিরুদ্ধে। গত (২৬ মে) শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে। এ বিষয়ে নিজের নিরাপত্তার স্বার্থে বায়েজিদ বোস্তামী থানায় একটি সাধারণ ডায়েরি করেন এই নারী। যার জিডি নং ১৮৭৬।
জিডির উল্লেখ মতে অভিযুক্তরা হলেন- মোঃ রফিক (৫৫) ও তার ছেলে মোঃ রাজু (৩০) এবং স্ত্রী রুজি বেগম (৪৫)।
জানা যায়, অভিযুক্ত ৩ ব্যক্তি জোরপূর্বক গাছ কাটতে আসলে তাতে বাঁধা দেন আফরোজা আক্তার। তখনই তার উপর অভিযুক্ত ব্যক্তিরা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং অকথ্য ভাষায় গালাগালি করেন। গালাগাল ও হুমকির একটি ভিডিও আমাদের অফিসে রয়েছে। গালাগালির একপর্যায়ে আফরোজাকে প্রাণনাশের হুমকি দেন ২ নং অভিযুক্ত রাজু।
আফরোজা আক্তার বলেন, আমি আমার জীবনের নিরাপত্তার সাথে থানায় সাধারণ ডায়েরি করেছি। আমি বর্তমানে নিরাপদ নই। তারা যেকোনো সময় আমার উপর সন্ত্রাসী হামলা চালাতে পারে।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.