বিশেষ প্রতিনিধি॥ চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন এক্সেস রোড এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ ০৩ ডাকাতকে গ্রেফতার করছে বাকলিয়ার থানার একতটি চৌকস টিম।
বাকলিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুর রহিমের নেতৃত্বে মামলার বাদি এসআই (নিঃ) মোঃ আব্দুল ওয়াদুদ চৌধুরী এবং স্পেশাল-নৈশ ডিউটিতে নিয়োজিত এসআই (নিরস্ত্র) ইসমিট চাকমা ও এএসআই (নিঃ) লুৎফর রহমান সঙ্গীয় ফোর্সসহ বাকলিয়া থানা এলাকায় মাদক ও ছিনতাই প্রতিরোধের ডিউটি পরিচালনা করাকালে ৩০/০৩/২০২৩ তারিখ রাত্রি ০৩:১৫ ঘটিকায় এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে ১। মোঃ কাউসার হোসেন (২৬), ২। মোঃ নয়ন হোসেন হৃদয় (২৭) ও ৩। মোঃ মনির (২১)কে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে।
গ্রেফতার কালে তাদের হেফাজত হতে ক) ১ট দেশীয় তৈরি একনলা বন্দুক ও ০২টি কার্তুজ, খ) ০১টি স্টিলের টিপ ছোরা, গ) ০১টি প্লাস্টিকের হাতলযুক্ত চাইনিজ কুড়ালসহ ০১ (এক) টি প্লাস্টিকের বাজারের ব্যাগ উদ্ধার করে আইনানুগভাবে জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে তারা নিজেদের উল্লিখিত নাম-ঠিকানা প্রকাশ করে এবং তাদের সাথে থাকা পালিয়ে যাওয়া অজ্ঞাতনামা ৫/৬ জন আসামিদের সাথে ঘটনাস্থলসহ রসুলবাগ আবাসিক এলাকায় ডাকাতির প্রস্তুতি গ্রহণের উদ্দেশ্যে সমবেত হয়েছিলো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়।
উল্লেখ্য যে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় ১৮ টি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে বাকলিয়া থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.