রতন দে, মাদারীপুর প্রতিনিধি॥ মাদারীপুরের কালকিনির পৌরসভার টোল আাদায়কারী জাহাঙ্গীর মোল্লাকে হকিস্টিক ও হাতুড়ি দিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার অভিযোগ হাওয়া গেছে।
ভুক্তভুগী ও পুলিশ সুত্রে জানা যায়, পৌরসভার ১ নং ওয়ার্ডের দক্ষিন রাজদী গ্রামের এসলাম মোল্লার ছেলে মোঃ জাহাঙ্গীর মোল্লার কাছে চাঁদা চাওয়ায় চাঁদা না দিতে অস্বীকৃতি জানালে গতকাল ১৭এপ্রিল সোমবার রাত্রে পৌরসভার পাঙ্গাশিয়া গ্রামের হাবিব হাওলাদার ও তার ছেলে বেল্লাল হাওলাদারসহ দলবল নিয়ে সন্ত্রাসী কায়দার হাতুড়ি ও হকিস্টিক দিয়ে হামলা করে জাহাঙ্গীর মোল্লার হাত-পা ভেঙ্গে দিয়েছে।
এ সময় স্থানীয়রা উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। জাহাঙ্গীর গুরুতর অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।
এ ব্যাপারে কালকিনি থানায় এস.আই মোঃ মিঠু ফকিন বলেন`গুরুতর আহত জাহাঙ্গীর বাদী হয়ে হামলাকারী হাবিব হাওলাদার ও বেল্লাল হাওলাদারসহ ৯জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে,আসামী ধরার প্রক্রিয়া চলছে।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.