রিফাত আরেফিন : যশোরের চৌগাছায় তিন দিন আগে নিখোঁজ হওয়া এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ওই গৃহবধূকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার স্বরুপদাহ গ্রামের বাঘারদাড়ি গ্রামে। নিহত রাবেয়া বেগম (৪৫) ওই গ্রামের রবিউল ইসলামের স্ত্রী। এ ঘটনার পর প্রতিবেশী একটি পরিবার গা ঢাকা দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পায়েল হোসেন স্থানীয়দের বরাতে জানান, রবিউল ইসলামের স্ত্রী চার সন্তানের জননী রাবেয়া বেগম গত রোববার সন্ধ্যায় পাশের বাড়িতে টেলিভিশন দেখতে যান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা খোঁজাখুজি করে তাকে পায় না। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে নিহতের মেয়ে তানজিলা খাতুন মাকে খোঁজ করছিল। এ সময় প্রতিবেশী তাজুল ইসলামের বাড়ির পাশে মায়ের ব্যবহৃত একটি জুতা ও ছোট টর্চ লাইট পড়ে থাকতে দেখে। তারই সূত্র ধরে ওই বাড়ির টিউবওয়েলের পানি ফেলা গর্তে দেখতে পান মায়ের ওড়নার কিছু অংশ ভেসে আছে। এই অবস্থায় তানজিলা খাতুন গর্তে নেমে মায়ের নিথর দেহ খুঁজে পান।
এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। পরে পুলিশের উপস্থিতিতে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়।
নিহতের ছেলে আলামিন জানান, ৪-৫ মাস আগে পাশের বাড়ির তাজুল ইসলামের ছেলে তামিমের সাথে আমাদের পারিবারিক ঝগড়া হয়। এ সময় তামিম গাছিদা নিয়ে আমাদের উপর হামলা চালানোর চেষ্টা করে এবং মাকে মেরে ফেলার হুমকি দেয়। এই হত্যার সাথে তামিম ও তার পরিবারের লোকজন জড়িত বলেও তিনি দাবি করেন। নিহতের লাশ ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.