স্টাফ রিপোর্টার, ঈদগাঁও : কক্সবাজার সদরের চৌফলদন্ডী থেকে অষ্টম শ্রেণির ছাত্রী রুশনা (ছদ্ননাম) অপহরণের শিকার হয় বলে অভিযোগ পাওয়া গেছে। অপহরণের দু'দিন পেরিয়ে গেলেও সন্ধান পায়নি এখনো পরিবার।
৯ই জুলাই (মঙ্গলবার) দুপুরে স্কুল ছুটি শেষে বাড়ির ফেরার পথে চৌফলদন্ডী সিকদার পাড়া সড়কের প্রাইমারি স্কুলের সামনে এ ঘটনাটি ঘটে বলে জানায় ভিকটিমের মামা।
ছাত্রীর মায়ের মতে, চৌফলদন্ডী আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ঐ ছাত্রী স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে আগে থেকে উৎপেতে থাকা ৪জন যুবক মুখ চেপে ধরে জোরপূর্বক সিএনজি যোগে অপহরণ করে নিয়ে যায়। ঘটনায় জ'ড়ি'ত চার জনের নামে কক্সবাজার সদর মডেল থানায় লিখিত অভিযো'গ দিলেও কোন ধরনের হদিস পাননি মেয়ের।
স্থানীয়রা জানায়, দরিদ্র পরিবারের মেয়ে হওয়ায় কেউ সহযোগিতা করছেনা। মেয়ে অপহরণের পর থেকে মায়ের আহাজারি থামছে না।
ভি'ক'টি'মের মা আরো বলেন, অপহরণের ঘটনায় স্থানীয় আশেক উল্লাহ, আবদুল্লাহ, সাদেক ও নাইম নামের চারজন জড়িত। তারা প্র'ভা'বশা'লী হওয়ায় মুখ খোলার সাহস করছে না কেউ। প্রশাসনের অসহযোগিতার কারণে উদ্ধারে বিলম্ব হচ্ছে বলেও জানান মা।
তবে স্থানীয়দের ধারণা, আশেক উল্লাহ নামের ছেলের সঙ্গে মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল।
কক্সবাজার সদর মডেল থানা সূত্রে জানা যায়, লিখিত অভিযোগের ভিত্তিতে একজন অফিসার ভিকটিমকে তথ্য প্রযুক্তির সহায়তায় ও বিভিন্ন মাধ্যমে উ'দ্ধা'রের চেষ্টা চালাচ্ছে।
চৌফলদন্ডী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান ছাত্রী অপহরণের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, পরিবারের পক্ষ থেকে তাকে জানানো হলে সাথে সাথে তাদের নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় এবং জিজ্ঞাসাবাদের জন্য সিএনজি চালককে ধৃত করে ঘটনার বিস্তারিত সংগ্রহ করেন পুলিশ।
এ দিকে ছাত্রী অপহরণের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার পূবক দৃষ্টান্তমূলক শাস্থির দাবি জানান সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা। অন্যথায় মানববন্ধনের মাধ্যমে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.