ভারত থেকে মনোয়ার ইমাম :
পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী আজ দিল্লীর বিধান সভা নির্বাচন এর ফলাফল ঘোষণা হতে চলেছে। এই লেখা পর্যন্ত দিল্লীর বিধান সভা নির্বাচনে ৮০টি আসনের মধ্যে বিজেপি এগিয়ে রয়েছে মোট ৩৮ টি আসনে এবং দিল্লীর ক্ষমতাশীল দল অরবিন্দ কেজরিওয়াল দল এগিয়ে রয়েছে মোমোট৩২ টি আসনে। সেই সঙ্গে দিল্লীর মুখ্যমন্ত্রী পদ প্রার্থী বিজেপি র মনোজ তিওয়ারি এগিয়ে রয়েছে।
দীর্ঘদিন ধরে দিল্লীর ক্ষমতা দখল করে ছিল আম আদমি পার্টি। এবার নির্বাচনে, কেন ভালো ফল করতে পারলোনা তা ভাবিয়ে তুলেছে সারা দেশে। কারণ প্রতিষ্ঠান বিরোধী ঝড়ে খড়কুটোর মতো উবে গেছে আম আদমি পার্টির প্রার্থীরা।
প্রথম থেকেই এই নির্বাচনে চোখ ছিল দেশ ও দেশের বাইরে।কারণ দিল্লি হল ভারতের রাজধানী। এর দখল খুবই গুরুত্বপূর্ণ ছিল। নরেন্দ্র মোদী চলমান রাজনৈতিক পরিস্থিতি ও দেশের অর্থনৈতিক উন্নয়নে ও কৃষি ও বিদেশনীতি এবং শিল্প বাণিজ্য বড় ভূমিকা পালন করছে দিল্লীর বিধান সভা নির্বাচনে।
তবে দিল্লীর সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তিনি যদি ভারতের বিরোধী দলের সঙ্গে আলোচনা করে জোট বেঁধে নির্বাচনে অংশ নিতে পারতেন তাহলে ফলাফল অন্যরকম হতে পারতো।
দিল্লীর সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এর নামে দুর্নীতি মামলা, কিছু দিন আগে তিনি ছাড়া পেয়েছেন। এবং তার দলের বহু নেতাকর্মীকে বিরোধী সাধারণ মানুষের ক্ষোভ ছিল, সেই ক্ষোভ কে কাজে লাগিয়ে এবার আদাজল খেয়ে মাঠে নেমে পড়ে বিজেপি এবং সাধারণ মানুষের কাছে গিয়ে আম আদমি পার্টি দুর্নীতির কথা তুলে ধরেন।
আম আদমি পার্টির দীর্ঘদিন দিল্লীর ক্ষমতা দখল করে থাকার কারণে ছন্নছাড়া হয়ে পড়ে, সেইটা কে কাজে লাগিয়ে বাজিমাত করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দল বিজেপি। সেই সঙ্গে দিল্লীর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন বিজেপি নেতা মনোজ তিওয়ারি। শুধু সময়ের অপেক্ষা।
সম্পাদক : মীর দিনার হোসেন, মোবাইল : ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল, মোবাইল : ০১৭২৮-৭৭৫৯৯০। মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.