রিয়াজ রহমান :
জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে সম্ভব্য মেয়র পদপ্রার্থী যুক্তরাজ্য প্রবাসী,হেল্প ফর হিউম্যান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জননেতা আলহাজ্ব মাওলানা জয়নাল আবেদীন এর ওয়ার্ড প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা ও প্রবাসী নেতৃবৃন্দের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারী) সন্ধ্যায় জগন্নাথপুর পৌর শহরের মাহিমা রেষ্টুরেন্টে জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সম্ভব্য মেয়র প্রার্থী মাওলানা জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও মুফতি মুতিউর রহমান শাসননবীর পরিচালনায় ওয়ার্ড প্রতিনিধি ও প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, যুক্তরাজ্য অল্ডহাম আল খাজরা মারকাজি জামে মসজিদের খতিব সংবর্ধিত অতিথি মাওলানা সাদিকুর রহমান, সংবর্ধিত অতিথি যুক্তরাজ্য প্রবাসী আব্দুস সালাম,হেল্প ফর হিউম্যান ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা হাসমত উল্যাহ খান, সংবর্ধিত অতিথি যুক্তরাজ্য প্রেস্টন জগন্নাথপুর এসোসিয়েশনের আহ্বায়ক আব্দুল ওয়াহিদ (আউয়াল), সংবর্ধিত অতিথি ইউকে ব্ল্যাকপুল সেন্ট্রাল মস্কর ট্রেজারার তাফায়ুল ইসলাম চৌধুরী, সংবর্ধিত অতিথি ইউরোপ এনটিভি নটিংহাম প্রতিনিধি ফুজায়েল আহমেদ সাজু, খেলাফত মজলিশ জগন্নাথপুর উপজেলা সভাপতি মাওলানা জামিলুল হক আমিনী,সংবর্ধিত অতিথি যুক্তরাজ্য প্রেস্টন জগন্নাথপুর এসোসিয়েশনের যুগ্ন আহ্বায়ক হাজী দুদু মিয়া, সংবর্ধিত অতিথি লুৎফর রহমান সুয়েব,সংবর্ধিত অতিথি হেল্প ফর হিউম্যান ফাউন্ডেশনের উপদেষ্টা আলমগীর হুসাইন জাবেদ প্রমূখ।
মাওলানা ওয়ারিস উদ্দীন'র তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জগন্নাথপুর উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা মুতিউর রহমান,বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর পৌর সাধারণ সম্পাদক মাওলানা নূরুল হক্ব, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জগন্নাথপুর উপজেলা সহ-সভাপতি মাওলানা ফজল আহমদ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জগন্নাথপুর পৌর সভাপতি মাওলানা আতাউর রহমান ভবানীপুরী, মুফতি শাহ আজিজুল করিম প্রমূখ।
সভাপতি বক্তব্যে সম্ভব্য মেয়র প্রার্থী মাওলানা জয়নাল আবেদীন বলেন, আমি দীর্ঘদিন যাবত জগন্নাথপুর পৌরবাসীর সুখ দুঃখের অংশিদার থেকে জনকল্যাণমুখী কাজ করে যাচ্ছি। আপনারা আগামী পৌর নির্বাচনে আমাকে মেয়র নির্বাচিত করে পৌরবাসীর সেবা করার সুযোগ দিলে আমি সরকারী বরাদ্দের পাশাপাশি প্রবাসী দানশীল ব্যাক্তিদের অর্থায়নে পৌরসভার সার্বিক উন্নয়নের মাধ্যমে দূনীতিমুক্ত একটি মডেল পৌরসভা আপনাদের উপহার দিব। মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের সম্মাননা স্মারক ক্রেষ্ট প্রদান করা হয়।
সভা শেষে দেশের সার্বিক মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করছেন মাওলান আব্দুল মালিক।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.