স্টাফ রিপোর্টার : জগন্নাথপুর উপজেলার নলুয়া ও মইয়ার হাওর সহ বিভিন্ন হাওরে চলছে ফসল রক্ষা বাঁধের কাজ। ইতোমধ্যে ফসল রক্ষা বাঁধের কাজ বাস্তবায়নের জন্য ৩৯ টি পিআইসি গঠন করে পাউবো। জগন্নাথপুরে ফসল রক্ষা বাঁধের ৩৯ টি বাঁধের মধ্যে এ পর্যন্ত ৮টি বাঁধের কাজ চলমান থাকলেও প্রকল্প এলাকায় কোন সাইন বোর্ড লক্ষ্য করা যায়নি।
সরেজমিনে ৩৭নং পিআইসি সোনাতলা এলাকায় বেড়িবাঁধ পরিদর্শনে গেলে দেখাযায় বালি মিশ্রিত মাটি দিয়ে করা হচ্ছে বাঁধের কাজ যা মান সম্মত নয় বলে জানান স্থানীয় কৃষকরা। তাছাড়া নেই প্রকল্প কাজের সাইবোর্ড। এব্যাপারে পাউবোর উপ-সহকারী প্রকৌশলী সবুজ কুমার শীল জানান, সাইবোর্ড তৈরির কাজ চলছে। বালি মাটি দিয়ে কাজের বিষয়টি খোজ নিয়ে দেখবো। পিআইসির সভাপতি ইউপি সদস্য আবুল হোসেনকে এ বিষয়ে ফোন দিলে তিনি জানান, বালি দিয়ে বাঁধের কাজ হচ্ছেনা। ২/৩ দিনের মধ্যে সাইনবোর্ড সাটানো হবে।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.