মোঃ রুহুল আমিন পারভেজ, জয়পুরহাট :
জয়পুরহাট জেলা পুলিশ সুপারের কার্যালয়ে মোঃ শাহেদ আল মামুন, অফিসার ইনচার্জ, জয়পুরহাট থানা এবং মোঃ কাওসার আলী, অফিসার ইনচার্জ, পাঁচবিবি থানা এর বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করেন জয়পুরহাট জেলার পুলিশ সুপার, মুহম্মদ আবদুল ওয়াহাব ।
এ সময় আরও উপস্থিত ছিলেন মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), অফিসার ইনচার্জ জয়পুরহাট সদর থানাসহ জয়পুরহাট জেলার বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে কর্মকর্তা ও কর্মচারীগণ বিদায়ী অতিথির বিভিন্ন কর্মদক্ষতার সাফল্য এবং সেইসাথে দীর্ঘদিন কাজ করার স্মৃতিচারণ করেন।
পরিশেষে জয়পুরহাট জেলা পুলিশের পক্ষ হতে বিদায়ী অতিথিদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সৎ, নির্ভীক, পেশাদার ও দেশপ্রেমিক এই বিদায়ী পুলিশ কর্মকর্তাগণ জেলা পুলিশে কর্মরত সকলের অফুরন্ত অনুপ্রেরণা হয়ে থাকবে। জয়পুরহাট জেলা পুলিশের সকল সদস্য তাদের আগামীর পথচলা যেন সুখময় ও মঙ্গলময় হয় সেই প্রত্যাশা করে।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.