মোঃ রুহুল আমিন পারভেজ, জয়পুরহাট :
জয়পুরহাটে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) বেলা ১১ টায় জয়পুরহাট শহরের আমতলী এলাকায় পরিচালিত আমেরিকা বাংলাদেশ ফ্রেন্ডশিপ ইনস্টিটিউট চত্বরে এসব কম্বল তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন জয়পুরহাট জেলা শাখার সভাপতি মো: নূর ই আলম হোসেন, সহ সভাপতি নূরুল হোসেন রনজু , যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক শাহিদুল ইসলাম সবুজ,আইডিইবি'র কেন্দ্রীয় কমিটির সহ - সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আব্দুল বাতেন, জয়পুরহাট মানবাধিকার ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আরাফাত হোসেন মুন সহ অনন্যরা।
অনুষ্ঠানে মো: নূর ই আলম হোসেন শীত নিবারণের জন্য অসহায় - দরিদ্র - ছিন্নমূল পাশে সামর্থবানদের দাঁড়ানোর আহবান জানান।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.