মোঃ রুহুল আমিন পারভেজ, জয়পুরহাট : জয়পুরহাট শহরের বাটারমোড় এলাকা থেকে ৬০ কেজি গাঁজাসহ একটি মিনি ট্রাক আটক করেছে জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। এসময় মাদক সম্রাট শিপন ও তার সহযাগী নাঈমকে গ্রেপ্তার করে র্যাব। রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে জয়পুরহাট র্যাব ক্যাম্প থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার মরিচা কাদা মরিচ গ্রামের আব্দুল আলীমের ছেলে নাঈম (২৬) ও মুন্সিগঞ্জের মিরস্বর গ্রামের মোঃ জয়নাল আবেদীনের ছেলে শিপন (২৭)।
র্যাব জানান, গ্রেপ্তারকৃত শিপন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং সিন্ডিকেটের মূলহোতা। সে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে তার সহযাগী নাঈমের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় পাইকারী বিক্রি করে আসছে। এমন গোপন সংবাদ পেয়ে অভিনব কায়দায় মিনিট্রাকে প্লাস্টিকের ড্রামেরর নিচে পাটাতনের উপর রাবার ম্যাট দিয়ে লুকিয়ে ঢেকে রাখা ৬০ কেজি গাঁজাসহ মাদক সম্রাট মূলহাতা শিপন ও তার সহযাগী নাঈমকে জয়পুরহাট শহরের বাটারমাড় এলাকা থেকে র্যাব-৫, সিপিসি-৩ এর একটি বিশষ আভিযানিক দল তাদের আটক করে।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.