মোঃ রুহুল আমিন পারভেজ, জয়পুরহাট :
পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাককে গ্রেপ্তার করেছে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ।
২৯ জানুয়ারি ( বুধবার) বেলা ১১টায় তিনি মালয়েশিয়ায় পালানোর সময় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা জয়পুরহাট ডিবি পুলিশের এসআই জাহাঙ্গীর আলম জানান, সাবেক মেয়র মোস্তাকের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিশাল হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গত ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ও পলাতক ছিলেন।
সাবেক মেয়র মোস্তাকসহ প্রকৃত আসামীরা যাতে দেশ ছেড়ে পালাতে না পারেন এজন্য ইমিগ্রেশন পুলিশকে চিঠি দেওয়া হয়েছিল। এ অবস্থায় আজ বুধবার বেলা ১১টায় মেয়র মোস্তাক ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর দিয়ে মালয়েশিয়ায় পালানোর সময় তাকে গ্রেপ্তার করা হয়। তাকে ঢাকা থেকে আনার জন্য ইতিমধ্যেই ডিবি পুলিশের টিম রওনা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.