শাহাবুদ্দিন মোড়ল , ঝিকরগাছা॥ পুলিশ যে মানুষের বন্ধু সেটাকে বাস্তবে রূপ দিতে যশোরের ঝিকরগাছা উপজেলার দীর্ঘদিনের বিভিন্ন সমস্যাকে নিজের প্রচেষ্টায় সমাধানের জন্য এগিয়ে চলেছে থানার মানবিক অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত। তারই একান্ত প্রচেষ্টায় দুর্ঘটনারোধে যশোর-বেনপোল মহাসড়কের লাউজানি রেল ক্রসিংয়ের ডিভাইডারে উপর রিফ্লেক্টিং স্টিকার লাগনো হয়েছে।
সড়কে চলাচলের সকল মানুষের দৃষ্টি আকর্ষণ করে সর্তকতার সহিত পারাপারের জন্য নিজেদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করেতে এই কার্যক্রমটি পরিচালনা করা হচ্ছে। সময়ের কোনো বাধ্যবাধকতা নেই ক্রমাগতই লাউজানি রেল ক্রসিংয়ের ডিভাইডারের সাথে ট্রাক, পরিবহন ও কাভার্ড ভ্যান সংঘর্ষে হাজারো মানুষের প্রাণহানী হচ্ছে এবং চলন্ত গাড়ি ক্ষতিগ্রস্থ হওয়ার কারণে নিজ উদ্যোগ গ্রহণ করে রেল ক্রসিংয়ের ডিভাইডারের উপর রিফ্লেক্টিং স্টিকার লাগানো হয়েছে।
রিফ্লেক্টিং স্টিকার লাগনো কার্যক্রমের উদ্বোধন করেন নাভারণ সার্কেল’র সহকারি পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান। এসময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা থানার মানবিক অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত।
উল্লেখ, ইতিমধ্যে তিনি (ওসি) নিজের ৩ মাসের রেশন করোনাকালীন সময়ে পৌরসদরের বাজারের খুঁজে পাওয়া ২০ জন ভিক্ষুকদের মাঝে ঈদ উপহার হিসেবে বিতরণ করেছেন।
এছাড়াও থানা এলাকায় জনসাধারণের লাশ পরিবহনের দীর্ঘদিনের সমস্যাকে সমাধানের জন্য ওসির প্রচেষ্টায় ২৬ জনের সহযোগিতায় লাশ বহনের ভ্যান গাড়ি পেয়েছে অসহায় জবেদ ফকির। বর্তমানে উপজেলার প্রত্যান্ত অঞ্চল থেকেও কোন মৃত ব্যক্তির দেহ থানাতে বা পোস্টমর্টেম’র জন্য পাঠাতে আর গাড়ির চিন্তা করতে হয় না।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.