নিজস্ব প্রতিবেদক :
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় যাত্রীবাহী চলন্ত একটি বাসে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাসে থাকা অর্ধশত যাত্রী।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে শৈলকুপা উপজেলার মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, সকালে খুলনা থেকে রুপসা পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে কুষ্টিয়া যাচ্ছিল। পথে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে পৌঁছলে বাসটির সাইলেন্সারের অংশ থেকে আগুন ধরে যায়। মুহুর্তের মধ্যে দাউদাউ করে আগুন জ্বলতে থাকে। খবর পেয়ে শৈলকুপা ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার পর যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে পড়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শৈলকূপা ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. মহিউদ্দীন জানান, ঘটনা শোনামাত্র আমরা ঘটনাস্থলে পৌঁছাই। তবে ওই এলাকায় পানির স্বল্পতা থাকায় আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হয়েছে।
মূলত আগুন লাগার কারণ হিসাবে তিনি জানান, বাসে ব্যবহৃত ব্যাটারি থেকে শর্টসার্কিট লেগে এমন হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণ করছি।
ফায়ার সার্ভিস কর্মকর্তা মহিউদ্দিন আরও জানান, বড় দুর্ঘটনার আগেই যাত্রীরা বাস থেকে নেমে পড়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.