নিজস্ব প্রতিবেদক॥ পটুয়াখালী জেলার দুমকী উপজেলাধীন শ্রীরামপুর ও লেবুখালী ইউনিয়ন পরিষদ, এই দুটি ইউনিয়নের পরিষদ নির্বাচন আজ ১৭/০৭/২০২৩ তারিখ সোমবার অনুষ্ঠিত হচ্ছে।
লেবুখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদন্ধীতা করছেন মোট ৫ জন প্রার্থী, তাদের মধ্যে আওয়ামীলীগ থেকে মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে বেশ শক্ত অবস্থানে আছেন, সাবেক চেয়ারম্যান মরহুম শাহ আলম আকনের সুযোগ্য সন্তান তুহিন আকন।
অন্যদিকে শ্রীরামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদন্ধিতা করছেন ২ জন প্রার্থী, তারা দু'জনই বিগতদিনে আওয়ামীলীগ পরিবারের।
তাদের মধ্যে বর্তমান চেয়ারম্যান মোঃআমিনুল ইসলাম সালাম, তিনি আওয়ামীলীগ থেকে মনোনয়ন পেয়ে, নৌকা প্রতীক নিয়ে ভোটের মাঠে লড়ে যাচ্ছেন।অন্য দিকে আওয়ামীলীগ থেকে মনোনয়ন না পেয়ে সতন্ত্র প্রার্থী হিসেবে মোঃ আজাহার উদ্দীন মৃধা আনারস প্রতীক নিয়ে আদাজল খেয়ে লড়ে যাচ্ছেন।
শ্রীরামপুর ইউনিয়নের জনগন "বাংলাদেশ সকাল"কে বলেন,আজহার উদ্দীনের অনেক টাকা,তার টাকা ভারে নৌকা তীরে ভিরতে নাও পারে।
আজাহার উদ্দীন রোগী দেখতে গিয়ে ঔষধ কেনা বাবদ, গরীব লোকদের মেয়েদের বিয়ে খরচ বাদ,জীর্নগৃহবাসীদের ঘর মেরামত বাদ,মসজিদ সংস্কার বাবদ,গরীব ছাত্র-ছাত্রীদের লেখা পড়ার খরচ বাবদ, সহ বিভিন্ন কৌশল অবলম্বন করে টাকা বিলিয়েছেন। এবং কর্মীদেরকে উজ্জ্ববিত রাখতে প্রতিদিন প্রত্যেককে সম্মান জনক খরচ দিচ্ছেন।
আজাহার মৃধা অনেক নিজে সম্পদশালী, ঠিকাদারী প্রতুষ্ঠান, রড-সিমেন্টের ব্যাবসা সহ তার রয়েছে নানাবিধ ব্যাবসা।তার টাকার কাছে নৌকা প্রতীকের প্রার্থী সালাম অতি নগন্য, আজাহার মৃধা তার টাকা জোড়ে যেভাবে কর্মী ও ভোটারদের মন জয় করেছেন,তাতে নৌকা কোন ঘাটে ভিরবে, তা বলা মুসকিল।
কথায় বলে," যার নুন খায় -একটু হলেও তার গুন গায়।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.