মাহাবুব আলম, স্টাফ রিপোর্টার : মুজিব বর্ষের অঙ্গীকার, সুরক্ষিত রাখিব বর্ডার” এই মুলমন্ত্রকে সামনে রেখে ঠাকুরগাঁও ৫০ বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) অভিযানে উদ্ধারকৃত প্রায় ৬৮ লাখ টাকা মূল্যের ফেন্সিডিল, মদ, গাজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ১১ প্রকার মাদক ধ্বংস করা হয়েছে।এ উপলক্ষে বৃহস্পতিবার(২৩ নভেম্বর) ৫০ বিজিবি ব্যাটালিয়ন দপ্তরের মাঠে আলোচনা সভা ও মাদকদ্রব্য ধ্বংসের আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রংপুর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার, পিএসসি শফিকুজ্জামান। এছাড়া ৫০ বিজিবি’র অধিনায়ক লে: কর্নেল তানজীর আহম্মেদ আটককৃত মাদকদ্রব্যের পরিসংখ্যান তুলে ধরেন। সভায় ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার, বিজিবি সৈনিক, অসামরিক সদস্যবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে বুলডোজার চালিয়ে ও পুড়িয়ে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
উল্লেখ্য, ২০১৮ থেকে ২০২৩ সেপ্টেম্বর মাস পর্যন্ত প্রায় ৬৮ লাখ টাকার মাদকদ্রব্যের মধ্যে ছিল ১০ হাজার ৭৭৭ বোতল ফেন্সিডিল, এক হাজার ৮২ বোতল বিদেশি মদ, ১২ কেজি গাঁজা, বাংলা মদ সাড়ে ৩ লিটার, ইয়াবা ট্যাবলেট ৩৭৬ পিস, ট্যাপেন্টাডল ট্যাবলেট ১০ হাজার ৩৯৮ পিস সহ আরো কয়েক প্রকার মাদকদ্রব্য।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.